• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

‘ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে’


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৯:৫৪ পিএম
‘ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে’

দেশে বিশৃঙ্খল করতেই ব্যাংকে টাকা নেই জানিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, “কি ভয়ংকর ষড়যন্ত্র। সংস্থাগুলো ধ্বংস হয়ে যেত। গুজবে কান দিয়ে যদি সব ব্যাংকে মানুষ হাজির হয়ে যেত। মানুষ যায়নি কারণ, শেখ হাসিনার প্রতি মানুষের বিশ্বাস ছিল। তাই অপপ্রচারে কেউই কান দেয়নি। সমাজে স্থিতিশীলতা ধরে রাখতে হবে।”

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের’ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।”

এম এ মান্নান বলেন, “বোমা মেরে অসত্য প্রচার করে কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিশৃঙ্খল হলে সরকার উন্নয়ন করতে পারবে না, এনজিওরাও পারবে না।”

পরিকল্পনামন্ত্রী বলেন, “ব্যাংকে টাকা গায়েব হওয়ার কোনো সম্ভাবনা নেই। দরিদ্র মানুষ না খেয়ে মরবে না। বর্তমান মুক্ত জলাশয়ে মাছ ধরে খেয়েও মানুষ উন্নতি করছে।”

এ সময় সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহিদা ফিজ্জা কবীর, শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্জামানসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Link copied!