রসিক নির্বাচন

ডালিয়া ও মোস্তাফিজারসহ ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৩:২১ পিএম
ডালিয়া ও মোস্তাফিজারসহ ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত হোসনে আরা লুৎফা ডালিয়া ও জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়ন বৈধ ঘোষণা হওয়া অন্য প্রার্থীরা হলেন আতাউর জামান বাবু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের শফিয়ার রহমান, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, খেলাফত মজলিসের খোরশেদ আলম, স্বতন্ত্র মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে ১০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এখন চলছে কাউন্সিলর পদের প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম। আগামী ৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ৯ ডিসেম্বর করা হবে প্রতীক বরাদ্দ। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।

Link copied!