• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান আন্দোলনকারীদের


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ১১:৫১ এএম
চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান আন্দোলনকারীদের

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আবারও অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে স্থানীয়দের যোগ দিতে দেখা গেছে। ঘটনাস্থলে থাকা আওয়ামী লীগের মাইক ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) সকাল থেকে নিউমার্কেটে মোড়ে অবস্থান নিচ্ছেন আন্দোলনকারীরা। 

সরেজমিন জানা গেছে, আজ সকাল ৯টা থেকে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এর আগে একই জায়গায় সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। এ উপলক্ষে নিউমার্কেটের আশপাশে মাইক লাগান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেগুলো ভাঙচুর করে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

আজ সকাল ১১টা পর্যন্ত নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে সরকার পতনের আন্দোলন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

এর আগে গতকাল শনিবার দুপুর থেকে কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক নেতা–কর্মীরা।

Link copied!