• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মৌলভীবাজারে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার


মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০১:৫৫ পিএম
মৌলভীবাজারে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্ৰাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (১৫ নভেম্বর) সকালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সাপটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। বন্যপ্রাণী বিভাগকে জানানো হয়েছে। সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হবে।

এর আগে, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল শহরতলীর ইছবপুর এলাকা থেকে বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেবের শহরতলীর ইছবপুরের বাসায় একটি শঙ্খিনী সাপ প্রবেশ করে। এ সময় বাসার লোকজন সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা সাপটিকে উদ্ধার করে।

কল্যান দেব বলেন, বাসার বেডরুমে বিষধর শঙ্খিনী সাপ দেখতে পেয়ে তাৎক্ষণিক বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানাই। এরপর তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

Link copied!