• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

টানা বৃষ্টিতে বিপাকে খেটে খাওয়া মানুষ


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৩:৫৪ পিএম
টানা বৃষ্টিতে বিপাকে খেটে খাওয়া মানুষ

নওগাঁয় তিনদিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। এছাড়া পৌর এলাকার বিভিন্নস্থানে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে পৌর এলাকার ৪নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকা ঘুড়ে দেখা যায় বিভিন্ন রাস্তা, নিচু বাড়ি , গ্যারেজসহ বিভিন্ন স্থানে হাঁটু পর্যন্ত পানি উঠেছে।

কয়েকজন অটোরিকশা চালকের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বৃষ্টিতে তাদের উপার্জনের বাহন অটোরিকশা, সিএনজি জলাবদ্ধতার কারনে বের করতে পারছেন না। ফলে দৈনন্দিন জীবনযাপন তাদের জন্য দুর্বিসহ হয়ে উঠেছে। তারা আশঙ্কা করছেন এভাবে আর কয়েকদিন বৃষ্টি হতে থাকলে তাদের বাড়ি-ঘরে পানিতে ঢুকে যাবে।

এদিকে, বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, “মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয়দের ৩নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় টানা ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি আরও ২ থেকে ৩ দিন থাকতে পারে।”  

Link copied!