নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. শামসুল হক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বলিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল হক উপজেলার হিজলি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে সিংড়া-কলম আঞ্চলিক সড়কের বলিয়াবাড়ি এলাকায় পথ চলার সময় বালুবহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হন শামসুল হক। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী শামসুল হক। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।