সিলেটের পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে জরিমানা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে সিলেট পাসপোর্ট অফিসে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। এখানে নানা হয়রানির শিকার হন তারা। এর প্রেক্ষিতে আজ জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
শাহিনা আক্তার বলেন, “আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট পাসপোর্ট অফিসে আমরা অভিযান পরিচালনা করেছি। এসময় দুই দালালকে জরিমানা করেছি। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করা হয়। দুই দালালকে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা বলেছে আর কোনোদিন এরকম কাজ করবে না। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।”