• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৯ জন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৩, ০৬:৪৪ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৯ জন

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আরেফিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জয়নাল আরেফিন রাজবাড়ী জেলা সদরের বেড়াডাংগা গ্রামের বাসিন্দা।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, জয়নাল আরেফিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার (২ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এনামুল হক আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৪ জন মারা গেছেন। তিনজনের বাড়ি রাজবাড়ী জেলায় এবং একজনের বাড়ি মাগুরায়। বর্তমানে হাসপাতালটিতে ১৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৫ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩৪ জন।

তিনি আরও জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫৬৬ জন। এর মধ্যে ১ হাজার ৩৭ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪ জন।

Link copied!