বগুড়ার সোনাতলা উপজেলায় জাহেরা বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামের ওই বৃদ্ধার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাহেরা বেওয়া ওই গ্রামের মৃত কাশেম শেখের স্ত্রী।
নিহতের ছেলে হেলাল উদ্দিন বলেন, “ছুটিতে আমি বাড়িতে এসেছিলাম। ছুটি শেষ হওয়ায় শুক্রবার রাতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হই। আমি রওনা হওয়ার কয়েক ঘণ্টা পর একজন আমাকে ফোন করে বলেন আমার মাকে হত্যা করা হয়েছে। খবরটি পেয়ে আমি আবার চলে আসি।”
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে শোয়ার ঘরে ঘুমিয়ে পড়ার পর কোনো এক সময় ওই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের পাশাপাশি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর (পিবিআই) কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা তদন্ত শুরু করেছি। আশা করি খুব তাড়াতাড়ি রহস্য উন্মোচন করা সম্ভব হবে।”