• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
সাংবাদিক নাদিম হত্যা

বাবু চেয়ারম্যানসহ ৯ জনের জামিন নামঞ্জুর


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৩, ০৫:৪৩ পিএম
বাবু চেয়ারম্যানসহ ৯ জনের জামিন নামঞ্জুর

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক মো. আতাউল্লাহ তা নাকচ করে দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ১৩ আসামি জামালপুর কারাগারে বন্দি রয়েছেন। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালতে বাবুসহ নয় জনের জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক সব আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ১৪ জুন বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিন চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম।

এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

Link copied!