• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধুর সমাধিতে নোয়াখালী প্রেস ক্লাবের নেতাদের শ্রদ্ধা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ০৪:০১ পিএম
বঙ্গবন্ধুর সমাধিতে নোয়াখালী প্রেস ক্লাবের নেতাদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নোয়াখালী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা।

শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি বখতিয়ার সিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুম্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন শিবলু, সাহিত্য সংস্কৃতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী রুবেলসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!