• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

হাজীগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১১:৩৪ এএম
হাজীগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে শিল্পী বেগম নামের (৩৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার ১১ নম্বর হাটিলা ইউনিয়নের পাতানাশি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিল্পী বেগম ওই গ্রামের মো. আনোয়ার হোসেনের স্ত্রী।

প্রতিবেশী মো. রবিউল আউয়াল বলেন, ‘‘সাপের কামড়ের পর পরিবারের লোকজন দ্রুত তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু, পথেই তার মৃত্যু হয়।’’

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, ‘‘হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কিছু পরীক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু, রিপোর্ট আসার আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শুনেছি পথেই তার মৃত্যু হয়েছে।’’ 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!