• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি: বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৭:২৫ পিএম
বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি: বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

যাত্রীবাহী বাসে ডাকাতি ও এক নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এ ছাড়া, ঘটনাটি যথাসময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানানো এবং ভুক্তভোগীদের সেবা না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বড়াইগ্রাম থানা পরিদর্শনে এসে ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)।

ডিআইজি বলেন, ‘বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনায় ভুক্তভোগীরা থানায় সেবা না পাওয়ার অভিযোগ করেন। এছাড়াও বিষয়টি সঠিক সময়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানানো এবং পুলিশের কাছে সেবা না পাওয়া দায়িত্ব অবহেলা।’

তিনি বলেন, ‘একারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের কাছে বিষয়টির কৈফিয়ত চাওয়া হয়েছে এবং সাময়িকভাবে তাকে নাটোর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!