• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

নৌ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০২:০১ পিএম
নৌ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক নৌ পুলিশ সদস্যকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলক দাশ (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম বানিয়াচং উপজেলার মার্কুলি নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আটক পুলক দাশ নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের ক্ষীর মোহন দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৯টার দিকে স্থানীয় মার্কুলি বাজারে পুলিশ সদস্য জাহাঙ্গীরের সঙ্গে পুলকের তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলক উত্তেজিত হয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাত দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় রাতেই পুলককে আটক করে পুলিশ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!