• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

দিনাজপুরে দম্পতির রহস্যজনক মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ১০:৫৭ এএম
দিনাজপুরে দম্পতির রহস্যজনক মৃত্যু

দিনাজপুর শহরের একটি ভাড়া বাসা থেকে এক দম্পতির মরদেহ পাওয়া গেছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে শহরের লিলি মোড় এলাকার লুৎফুন্নেছা টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্স সংলগ্ন একটি বাড়ি থেকে মরদেহ দুটি পাওয়া যায়। বর্তমানে ঘটনাস্থলে ফরেনসিক বিভাগ আলামত সংগ্রহের কাজ করছে।

নিহতরা হলেন শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার রহিম উদ্দিন আহমেদের ছেলে মজিবর রহমান (৬৫) এবং নিহত মজিবরের স্ত্রী সুরাইয়া বেগম (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম বলেন, “রাত ১২টার দিকে ৯৯৯-এ ফোন খবর পাই। অ্যাডভোকেট নিলুফা রহিম নামের ৯৯৯-এ কল দিয়ে জানান তার বাড়ির কেয়াটেকার আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। উপস্থিত হয়ে দেখা যায় কেয়াটেকার ঝুলন্ত অবস্থায় আছেন এবং তার স্ত্রীর মরদেহ পড়ে আছে। বর্তমানে ফরেনসিক বিভাগ কাজ করছে। তদন্ত শেষে বোঝা যাবে আসল ঘটনা।”

Link copied!