• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

জমি নিয়ে বিরোধে সৎ মাকে হত্যা, আটক ১


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৬:০২ পিএম
জমি নিয়ে বিরোধে সৎ মাকে হত্যা, আটক ১

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাকে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলে ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বজন মোস্তফাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজিয়া খাতুন (৬০) টুংরাপাড়া গ্রামের মৃত ময়দান আলীর স্ত্রী।

নিহতের ছেলে হেলাল উদ্দিনের অভিযোগ, বুধবার রাতে তার সৎ ভাই আলাল, অফিল ও তাদের লোকজন তার মা মজিয়া খাতুনের জমিতে ঘর উঠায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে একাই ঘটনাস্থলে যায় তার মা মজিয়া খাতুন। এ সময় তার সৎ ভাইরা ও তাদের স্বজনরা মারধর করলে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন মজিয়া খাতুন। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে মজিয়া আক্তার আর তার সৎ ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই সমস্যা সমাধানের জন্য তাদের দুই পক্ষকে নিয়ে বসার কথা ছিল। কিন্তু আজ সকালেই মজিয়া আক্তারের মৃত্যুর কথা শুনতে পাই।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, ঘটনার পরপরই মোস্তফা নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পক্ষে তার স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

Link copied!