• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বান্দরবানে পাহাড় ধস, যানবাহন চলাচলে সতর্কতা


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৩, ০৩:৩৪ পিএম
বান্দরবানে পাহাড় ধস, যানবাহন চলাচলে সতর্কতা

বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৪ আগস্ট) ভোরে বান্দরবান-থানচি সড়কের ২৩ কিলো নামক স্থানে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও থানচি ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে এই সড়কে মোটরসাইকেল চলাচলে সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে নিলদিগন্ত পর্যটন কেন্দ্রের মাঝে গ্যালেঙ্গা ঝিরির শেষ মাথায় ২৩ কিলো নামক স্থানে বৃহস্পতিবার রাতে পাহাড় ধসে সড়কে বিশাল আকৃতির একটি পাথর পড়ে। এতে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। সেনাবাহিনী ও থানচি ফায়ার সার্ভিস যৌথভাবে সকাল থেকে ৩ ঘণ্টার চেষ্টায় পাথরটি সরাতে সক্ষম হয়েছে। তবে সড়কে কাদা-মাটি জমে সড়ক পিচ্ছিল থাকায় ভারী যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের টিমলিডার তরুণ বিকাশ বড়ুয়া জানান, বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে ভারী যানবাহন ও মোটরসাইকেল চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

Link copied!