ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শাহ আলম চঞ্চল (৩৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় রবিন নামে আরও একজন আহত হন।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ শহরের বৈশাখী তৈল পাম্প মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চঞ্চলের বাড়ি ঝিনাইদের মহেশপুর উপজেলার জিন্নানগর ইসলামপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা ১০ চাকার একটি ট্রাক কালীগঞ্জ বৈশাখী মোড়ে পৌছে একটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এসময় সাইকেলের পেছনে থাকা চঞ্চল ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।