ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তীরনই নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন নাসিমা বেগম (৪০) এবং তার দুই সন্তান সিফাত (৪) ও শাওন (৮)। নাসিমা বেগম কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মাঠে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হন তারা।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে দুই সন্তানসহ নিখোঁজ হন নাসিমা বেগম। সারাদিন এবং সারারাত খোঁজাখুঁজির পরে তাদের পাওয়া যায়নি। সকালে তাদের লাশ নদীতে পাওয়া যায়। মায়ের হাতের সঙ্গে দুই বাচ্চার হাত বাধা অবস্থায় পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী তার স্বামীর সঙ্গে রাগারাগি করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন। তাদের পরিবারের লোক আজকে সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার কিছুক্ষণ পরেই খবর আসে মা ও দুই সন্তানের লাশ পাওয়া গেছে তীরনই নদীতে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।