• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

মায়ের বিরুদ্ধে যমজ সন্তানকে পানিতে চুবিয়ে মারার অভিযোগ


মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪, ০৩:৫০ পিএম
মায়ের বিরুদ্ধে যমজ সন্তানকে পানিতে চুবিয়ে মারার অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে রিমা বেগম নামের এক নারীর বিরুদ্ধে।

রোববার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)। রিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

বাচ্চু মিয়ার বড় ভাই বাদশা মিয়া জানান, ভোর ৪টার দিকে বাচ্চু তার স্ত্রী ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে খোঁজ করেন। পরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাইরে গিয়ে বাড়ির পুকুরঘাটে তার শিশু সন্তানদের মরদেহ দেখে চিৎকার করলে পরিবারের লোকজন বের হয়ে আসেন। দ্রুত তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!