• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ১০:২৯ এএম
ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

পঞ্চগড় সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ওপর ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১১ নভেম্বর) রাতে পঞ্চগড় সদর বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ‍গিয়ে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছুটির দিন থাকায় বাজারে লোকজন ছিল না। দ্রুত দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরে যান ব‍্যবসায়ীরা। হঠাৎ গভীর রাতে বাজারের উত্তর অংশে মুড়ি, মুরগি, শুঁটকি ও চুড়িপট্টিতে আগুন লাগে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সহায়তায় (পঞ্চগড়, তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী) আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আমরা ব্যাবসায়ীদের সঙ্গে কথা বলে জরিপ করে দেখব নির্দিষ্টভাবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
 

Link copied!