• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

স্মার্ট ফোন কিনে না দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৫, ২০২৩, ০৫:৪৪ পিএম
স্মার্ট ফোন কিনে না দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

রংপুরের বদরগঞ্জে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জুয়েল নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৫ মে) সকালে বদরগঞ্জের ১০ নম্বর রেল গুমটি এলাকায় এ ঘটনা ঘটে।

জুয়েল উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি বানিয়াপাড়ার ময়নাল ইসলামের পুত্র এবং বদরগঞ্জ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, দেড় মাস ধরে জুয়েল একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করে আসছিল। কিন্তু সামর্থ্য না থাকায় ছেলের দাবি পূরণ করতে পারছিলেন না বাবা। এ নিয়ে প্রায় প্রতিদিনই বাবা মায়ের সঙ্গে জুয়েলের ঝগড়া হত। 

ওসি বলেন, সকাল ৯টা ১০মিনিটে বদরগঞ্জের দশ নম্বর রেলগুমটি সংলগ্ন এলাকায় কিছু বুঝে ওঠার আগেই জুয়েল ট্রেনের সামনে লাফ দেয়। এতে সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে তার মৃত্যু হয়।

বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবু বক্কর সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Link copied!