• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

তুচ্ছ ঘটনায় সহপাঠীকে ছুরিকাঘাত মাদ্রাসাছাত্রের


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০৬:২৩ পিএম
তুচ্ছ ঘটনায় সহপাঠীকে ছুরিকাঘাত মাদ্রাসাছাত্রের
জেলার মানচিত্র

জয়পুরহাটের পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাজু আহম্মেদ (১৩) নামের এক সহপাঠীকে ছুরিকাঘাত করেছে মোসাদ্দেক (১৬) নামের এক কিশোর।  

শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কড়িয়া দারুল উলুম কাওমি নুরানি এতিমখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। রোববার (২৪ ডিসেম্বর) আহত ছাত্র সাজুর মা আনজু আরা বেগম পাঁচবিবি থানায় একটি মামলা করেন।

সাজু আহম্মেদ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। অভিযুক্ত মোসাদ্দেক একই গ্রামের জয়নালের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে ঘুমানো জায়গাকে কেন্দ্র করেনে সাজুর গলায় ছুরিকাঘাত করে মোছাদ্দেক। এ সময় সাজুর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ ঘটনার পর মোসাদ্দেক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা মাদ্রাসা ঘেরাও করে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, আহত সাজুর মা মামলা করলে মোসাদ্দেককে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Link copied!