• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০২:২৮ পিএম
বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে নিহাজ উদ্দিন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সকালে হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত নিহাজ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রবাসী দিদার উদ্দিনের ছেলে। সে আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানান, সকাল থেকে হাতিয়া পৌরসভা এলাকায় ব্যাপক বজ্রপাত ও বৃষ্টি হয়েছে। প্রতিদিনের মতো নিহাজ সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা নিহাজের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Link copied!