বগুড়ায় পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের ঘটনায় হায়দার আলী নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন। হায়দার আলী গাবতলীর পদ্মপাড়া গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন বলেন, ২০১১ সালের ২৭ মে রাতে গাবতলীতে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত হায়দার আলী ওই শিশুকে প্রাইভেট পড়াতেন। ঘটনার পর ওই শিশুটির মা হায়দার আলীকে একমাত্র আসামি করে গাবতলী থানায় মামলা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বিষয়টি প্রমাণিত হওয়ায় সোমবার বিচারক তাকে যাবজ্জীবন সাজা দেন। একই সঙ্গে হায়দার আলীকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।