• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও যুবক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১১:১২ এএম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও যুবক

ফরিদপুরের বোয়ালমারীতে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছেন এক নারী। এ ঘটনায় সোমবার (১৮ সেপ্টেম্বর) ওই গৃহবধূর স্বামী মো. সাইফুল ইসলাম (৪২) বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।  

এর আগে, রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাইখীর চৌরাস্তা এলাকার সাইফুল ইসলামের সঙ্গে ২২ বছর আগে প্রতিবেশী ইয়াছিন শেখের মেয়ের ওই নারীর বিয়ে হয়। তাদের দুটি ছেলেসন্তানও রয়েছে। সাইফুল ইসলাম বিদেশে থাকায় সম্প্রতি প্রতিবেশী ফেলু খাঁর ছেলে সোনা মিয়ার সঙ্গে ওই নারীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দেড় মাস আগে সাইফুল ইসলাম দুবাই থেকে বাড়িতে আসেন এবং সোনা মিয়ার অভিভাবকদের কাছে বিচার দেন। রোববার রাতে সাইফুল বাড়ির পাশের বাজারে গেলে সেই সুযোগে ওই নারী স্বামীর গচ্ছিত নগদ সাড়ে ৯ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে সোনা মিয়ার সঙ্গে পালিয়ে যান।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, “এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!