• ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬

ফরিদপুরে খিচুড়ি উৎসবের আয়োজন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৭:২৩ পিএম
ফরিদপুরে খিচুড়ি উৎসবের আয়োজন

ফরিদপুরে দিনব্যাপী আয়োজন করা হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খিচুড়ি উৎসব। এ বছর দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে জেলা শহরের অম্বিকা ময়দানে এ উৎসবের আয়োজন করে ফরিদপুরের খিচুড়ি উৎসব উদযাপন কমিটি।

এ সময় ‌ফরিদপুরের ডায়াবেটিকস হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর পৌরসভার ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর ‌সৈয়দ আলাওল হোসেন তনু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Link copied!