• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সাঈদীর জন্য দোয়া করায় খতিবকে অব্যাহতি


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৪:৪০ পিএম
সাঈদীর জন্য দোয়া করায় খতিবকে অব্যাহতি

নোয়াখালীর চাটখিল উপজেলায় জুমার নামাজ শেষে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য জান্নাত কামনা করে দোয়া করায় মসজিদের খতিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদে এ ঘটনা ঘটে।  

খতিবের নাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন দীর্ঘ ১৫ বছর ধরে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত শুক্রবার নামাজ শেষে মোনাজাতের শেষ দিকে তিনি সাঈদীর জন্য দোয়া করেন। এরপর নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ কমিটি খতিবকে মৌখিকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেয়।  

এ ব্যাপারে হাফেজ মাওলানা আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।  

মসজিদ কমিটির সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেনের মবোইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  

Link copied!