• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

যুবলীগ নেতার ছেলের রোমহর্ষ কাণ্ড, পুড়িয়ে মারলেন তরুণীকে


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০১:২৫ পিএম
যুবলীগ নেতার ছেলের রোমহর্ষ কাণ্ড, পুড়িয়ে মারলেন তরুণীকে

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক তরুণীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ফারহান রনি নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার গাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ অঘটনায় অভিযুক্ত ফারহানকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে এনামুল ও রোমান নামে দুই ভাই হাঁস খুঁজতে শাহনেওয়াজ ভুঁইয়ার বাড়ি গেলে পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়ার উঠতে দেখেন। তখন সেখানে থাকা ফারহান রনি জানান, তিনি পাতা পুড়িয়েছেন। এ কথায় বিশ্বাস না হলে এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে গেলে ফারহান তাদের হত্যার হুমকি দেন। এতে সন্দেহ হলে গ্রামের লোকজন নিয়ে ঘরে গেলে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। তখন তারা পুলিশকে খবর দিলে তারা এসে মাটি খুড়ে লাশ বের করে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। সে তিনি পুরুষ না মহিলা তা বোঝা যাচ্ছে না। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তবে হাতে চুড়ি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!