• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন

জাপা ও বিএনপির শতাধিক নেতা-কর্মীর জামিন


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৯:১৪ পিএম
জাপা ও বিএনপির শতাধিক নেতা-কর্মীর জামিন

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনকে ঘিরে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় আটক জাতীয়  পার্টি (জাপা) ও বিএনপির শতাধিক নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তাদের জামিন দেন আদালত। এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় পার্টি ও বিএনপির শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করে আওয়ামী লীগ।

জামিনের পর জাপা ও বিএনপির নেতা-কর্মীরা বলেন, “আমাদের হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সাঘাটা-ফুলছড়ি উপজেলার লুঙ্গি পরা জনগণ সব কিছু জানে ও বোঝে। যাতে ভোটের দিন ভোট কেন্দ্রে যেতে না পারি, সেই জন্য ভোটের আগের দিন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। ভোটের দিন এলাকা ছাড়া করতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে। জাপার নির্বাচনী মাঠ ভালো থাকায় আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হবে ভেবে তারা উদ্দেশ্যমূলক এসব করেছে।”

নেতারা আরও বলেন, “জনগণ জাপার সঙ্গে আছে ও আগামীতেও থাকবে ইনশাল্লাহ। মামলা-হামলা করে জনগণের মন কেড়ে নিতে পারবেন না।”

Link copied!