• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

শ্লীলতাহানির অভিযোগে আইটি সেন্টারের পরিচালক গ্রেপ্তার


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ১২:৪২ পিএম
শ্লীলতাহানির অভিযোগে আইটি সেন্টারের পরিচালক গ্রেপ্তার
সাজ্জাদুর রহমান সাকিব

নাটোরে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদুর রহমান সাকিব (২৬) নামের এক আইটি ট্রেনিং সেন্টারের পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সাকিব সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের পরিচালক এবং দিঘাপতিয়া এমকে কলেজের ভাইস প্রিন্সিপালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ দিন আগে অর্কিড আইসিটি ওয়ার্ল্ডে কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তি হয় নাটোর শহরের একটি স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অভিযুক্ত সাকিব ওই শিক্ষার্থীকে কল করে জানান, শনিবার সকাল ৮টা থেকে প্রশিক্ষণ শুরু হবে। সে অনুযায়ী ওই শিক্ষার্থী শনিবার সকালে প্রশিক্ষণ সেন্টারে যান। এ সময় অন্য কোনো শিক্ষার্থী না থাকার সুযোগে শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত সাকিব।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, যৌন হয়রানির অভিযোগে সাজ্জাদুর রহমান সাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানকার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ভুক্তভোগীর জবানবন্দি নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!