• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইরাদত মোল্ল্যা গ্রেপ্তার


যশোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০৩:০৪ পিএম
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইরাদত মোল্ল্যা গ্রেপ্তার

যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে ইরাদত মোল্ল্যা (৮৫) নামের একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (১৮ আগস্ট) র‌্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ইরাদত মোল্ল্যা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।

ইরাদতের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২১ সালের একটি মামলা রয়েছে। পরে মামলার তদন্ত চলাকালে ট্রাইব্যুনালের মাধ্যমে কর্তৃক ইরাদতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর পর থেকেই তিনি নিজ এলাকা ছেড়ে যশোরের কোতোয়ালি এলাকায় আত্মগোপনে চলে যান। সেখান থেকে ইরাদতকে গ্রেপ্তার করা হয়। 

Link copied!