• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

মহেশপুর সীমান্তে ডলার-রুপিসহ ভারতীয় পুলিশ আটক


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৭:০৯ পিএম
মহেশপুর সীমান্তে ডলার-রুপিসহ ভারতীয় পুলিশ আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে উপজেলার মাটিলা সীমান্ত থেকে তামিলনাড়ু পুলিশের ওই সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম পিভি জন সিলভারাজ। তার বাড়ি তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলা ইকুদু থানার আনগুনগর গ্রামে।

বিজিবি ও মহেশপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মাটিলা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় ৫৮-বিজিবির হাবিলদার কাওছারের নেতৃত্বে সিলভারাজকে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার ১৫০ ডলার ও ৪ হাজার ৮৭ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

৫৮-বিজিবি অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী বলেন, আটক ব্যক্তি তাদের কাছে জানিয়েছেন তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তার সঙ্গে তামিলনাড়ু পুলিশের একজন সদস্য মর্মে পরিচয়পত্র এবং মোবাইল ফোনে দায়িত্ব পালনকালীন ছবি পাওয়া গেছে।

এ বিষয়ে মহেশপুর থানায় মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে মামলা করা হয়েছে। মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তামিলনাড়ু পুলিশের আইজিপি নর্থজনের পক্ষ থেকে পি ভি জন সিলভারাজকে তাদের একজন সদস্য বলে নিশ্চিত করা হয়েছে।

Link copied!