• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ১১:৫৪ পিএম
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কয়েকটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম।

ইব্রাহিম জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিন ধরে বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টি তৈরির কারখানা গ্যাসের অবৈধ ছিল। সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক কার্যালয় ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। পরে সিকদার ডাইন নামে একটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, আদি মিষ্টি ভুবনের কারখানাকে ৫০ হাজার টাকা ও রসের হাঁড়ির কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম, মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামানসহ তিতাস গ্যাসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। 

 

 

 

 

 

 

Link copied!