• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

‘বিএনপি ক্ষমতায় যেতে চাইলে নির্বাচনে আসতে হবে’


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৯:১৬ পিএম
‘বিএনপি ক্ষমতায় যেতে চাইলে নির্বাচনে আসতে হবে’

বিএনপি যদি ক্ষমতায় যেতে চায় তাহলে নির্বাচনে এসে জিততে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সোমবার (১৭ এপ্রিল) বগুড়ার শাহজাহানপুর উপজেলায় রাধানগর গ্রামে নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, “বিএনপি হরতাল, আন্দোলন, আগুন সন্ত্রাস করে সরকারের পতন ঘটাতে পারবে না; কোনোদিন ক্ষমতায়ও আসতে পারবে না।”

দেশে দুর্ভিক্ষ হবে– এই খোয়াব দেখে ক্ষমতায় যাওয়া যাবে না মন্তব্য করে তিনি বলেন, “দুর্ভিক্ষের খোয়াব দেখে লাভ হবে না। বৈশ্বিক মন্দা, করোনা পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও দেশে খাদ্য সংকট হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতেও আর কোনোদিন দুর্ভিক্ষ হবে না।”

অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, বগুড়া পল্লী উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক খলিল আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দীন আহমদ, জেলা প্রসাশক সাইফুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার নজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!