• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৯:৫৯ পিএম
পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে স্বামী আত্মহত্যা করেছেন বলে জানান তার স্বজনরা। সোমবার (৫ ডিসেম্বর) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে ঘটে এ ঘটনা।

আত্মহত্যা করা ওই যুবকের নাম আসাদুল হক (৩২)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরক মণ্ডল গ্রামের আবের আলীর ছেলে।

পুলিশ জানায়, স্ত্রী থাকার পরও অন্য নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন এক সন্তানের জনক আসাদুল। একমাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে মন-মালিন্যের সৃষ্টি হলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যান স্ত্রী। এরপর অনেক চেষ্টা করলেও স্ত্রীকে ফিরিয়ে আনতে পারেনি স্বামী আসাদুল।

তাই অভিমান করে সোমবার দুপুরে কীটনাশক পান করেন আসাদুল। এক পর্যায়ে বিষক্রিয়ায় চিৎকার শুরু করলে পরিবারের লোকজন বিকাল পৌনে ৪টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার এসআই ও নাওডাঙ্গা ইউনিয়নের বিট পুলিশের কর্মকর্তা একরামুল হক জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

 

Link copied!