ট্রেন লেট করায় স্বপ্নভঙ্গ শতাধিক চাকরিপ্রার্থীর


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৯:৪০ পিএম
ট্রেন লেট করায় স্বপ্নভঙ্গ শতাধিক চাকরিপ্রার্থীর

শিক্ষক নিবন্ধনের (১৭তম) প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ে ঢাকা থেকে ট্রেনে উঠেছিলেন চাকরি প্রার্থী আব্দুর রহমান। কিন্তু রাজশাহী রেলওয়ে স্টেশনে ৪ ঘণ্টা দেরিতে ট্রেন পৌঁছায়। ফলে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারেননি তিনিসহ শতাধিক চাকরিপ্রার্থী।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা (স্কুল সমপর্যায়) অনুষ্ঠিত হয়।

আব্দুর রহমান বলেন, “অনেক কষ্ট করে শিক্ষক হওয়ার আশা নিয়ে এক বছর ধরে পড়াশোনা করেছি। একবছর পর আজ পরীক্ষা দিতে এসেছিলাম। ভেবেছিলাম এবার শিক্ষক হবো। কিন্তু কপালে নেই, কী আর করার। এর আগে ঢাকা থেকে এসে সময়মতো পরীক্ষা দিয়েছি। কিন্তু আজ ট্রেন ৪ ঘণ্টা দেরিতে এসেছে। স্টেশনে নামার আগেই পরীক্ষা শুরু হয়েছে।”

শুধু আব্দুর রহমানই নন, ট্রেন দেরিতে আসায় রকিবুল হক, রুহি আর নাদিম হোসেনসহ অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারেননি। তারা বসে ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের বারান্দায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন গতকাল ৪ ঘণ্টা দেরিতে রাজশাহী পৌঁছেছে।

লতা ইসলাম নামের এক চাকরিপ্রার্থী বলেন, “ট্রেন দেরি করে আসায় কেন্দ্রে আসার আগেই পরীক্ষার শুরু হয়েছে। তাই কেন্দ্রে প্রবেশ করিনি। ট্রেন দেরি করলে তো আর কিছু করার নেই। ট্রেনে অনেক যাত্রী ছিল, তারা পরীক্ষার্থী। আজ পরীক্ষা দিতে পারলাম না। শনিবার আবার পরীক্ষা আছে, সেই পরীক্ষা দেব।”

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, পদ্মা এক্সপ্রেস ট্রেন আসার কথা ছিল সকাল ৬টার আগে। কিন্তু সেই ট্রেন এসেছে প্রায় ১০টার দিকে। ট্রেনটি ঢাকা থেকে দেরিতে ছেড়েছে। পাশাপাশি ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত তৃতীয় ও চতুর্থ লাইনের কাজ চলছে। আগে এটি অটোমেটিক সিগনালের কাজ করতো। এখন এটি ম্যানুয়ালি করতে হচ্ছে। ডাবল লাইন সংযোগ দিতে হচ্ছে। এই করণেই মূলত দেরি হচ্ছে। 

Link copied!