• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৬, ২০২৩, ০৩:৪১ পিএম
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহসভাপতি মো. জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি দুলাল হোসেন ও টিআইবির এরিয়া ম্যানেজার আব্দুর রহমান বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় বক্তারা সাংবাদিক নাদিমকে হত্যার নির্দেশদাতা বাবু চেয়ারম্যানসহ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা দিয়ে হয়রানি বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রনয়ণের দাবিও জানান বক্তারা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!