• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

‘বন্ধন এক্সপ্রেস’ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মদ জব্দ


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৭:১৭ পিএম
‘বন্ধন এক্সপ্রেস’ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মদ জব্দ

ভারত থেকে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মদ জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (২৯ জানুয়ারি) সকালে বেনাপোল রেলস্টেশন থেকে এসব পণ্য আটক করা হয়।

বেনাপোল কাস্টম হাউজের উপকমিশনার রবীন্দ্র কুমার সিংহ জানান, ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির সময় এক যাত্রীর কাছ থেকে ৪০ হাজার শলাকা বেনসন অ্যান্ড হেজেস এবং ৯ হাজার শলাকা ইজি লাইট ব্রান্ডের সিগারেট ও বিভিন্ন ব্রান্ডের ১৮ বোতল মদ জব্দ করা হয়।

রবীন্দ্র কুমার আরও জানান, জব্দ করা সিগারেট ও মদের আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। পণ্য চালানগুলো রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Link copied!