• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৯:৫৫ এএম
চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়া মহল্লা থেকে শম্পা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী আব্দুল্লাহ।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়ে থাকতে পারেন শম্পা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে খবর পেয়ে শম্পার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত শম্পা পাঠানপাড়া মহল্লার বিষুর মেয়ে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন জানান, শম্পার সঙ্গে তার স্বামী আব্দুল্লাহর পারিবারিক বিরোধ চলে আসছিল। কুমিল্লায় আব্দুল্লাহ রাজমিস্ত্রির কাজ শেষে সোমবার বাড়িতে আসেন। ধারণা করা হচ্ছে, দুপুর ১২টার আগ মুহূর্তে আব্দুল্লাহ তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরে শম্পার ননদ মলি ও স্থানীয়রা তাকে পুলিশের সহায়তায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম বলেন, হাসপাতালে আসার আগেই মারা যান শম্পা। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরই বোঝা যাবে কীভাবে এ মৃত্যু হয়েছে।

Link copied!