বগুড়ার আদমদীঘি উপজেলায় পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে ইমরান হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।
এর আগে সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি দীঘিরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ আদমদীঘি থানায় রাতে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে রাস্তায় একটি খামারের বয়লার মুরগি বিক্রির মাইকিংয়ে প্রচারণা চালাচ্ছিল। বিষয়টি জানার জন্য গৃহবধূ রাস্তায় এলে মাইকিং করা ইমরান হোসেন নামের যুবক তার কাছে পানি খেতে চান। তখন পানি আনতে গৃহবধূ বাড়ির ভেতরে গেলে পেছনে পেছনে ইমরান প্রবেশ করেন। এসময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে একা পেয়ে মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে দ্রুত পালিয়ে যান। সন্ধ্যায় গৃহবধু তার স্বামীকে বিষয়টি জানানোর পর পুলিশের আশ্রয় নেওয়া হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম গৃহবধূর অভিযোগ পাওয়া নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে মামলা রুজু করা হবে।”