দিনাজপুরের চিরিরবন্দরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেল ইসলাম (১৮) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫টায় উপজেলার উচিতপুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল নওগাঁর মহাদেবপুর এলাকার মৃত কামরুলের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানবোঝাই একটি ট্রাক দিনাজপুরের কাহারোল হাট থেকে নওগাঁয় উদ্দেশ্যে রওনা দেয়। হেলপার হলেও ট্রাকটি চালাচ্ছিলেন রাসেল। পথে উচিতপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিন থেকে আসার অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির। এতে ঘটনাস্থলেই মারা যান ধানবোঝাই ট্রাকের হেলপার রাসেল। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করায়।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) বনমালী বলেন, “মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানতে পেরেছি নিহত হেলপার রাসেল ট্রাক চালাচ্ছিলেন।”