• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ঈদে ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ১১:৫৩ এএম
ঈদে ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহায় দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা ছয় দিন বন্ধ থাকবে। এ সময় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

জামিল হোসেন চলন্ত বলেন, “বৃহস্পতিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৬ দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।”

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বলেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চেকপোস্টে সরকারি কোনো ছুটি নেই। যার কারণে ঈদের দিনও ইমিগ্রেশন খোলা থাকবে। সেদিনও বৈধ পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশে চলাচল করতে পারবেন।”

Link copied!