• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

তীব্র তাপদাহের পর দিনাজপুরে স্বস্তির বৃষ্টি


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৬:৩৭ পিএম
তীব্র তাপদাহের পর দিনাজপুরে স্বস্তির বৃষ্টি

তীব্র তাপদাহের পর দিনাজপুরে বৃষ্টির দেখা মিলেছে। এতে খানিকটা স্বস্তি ফিরেছে জনজীবনে। বুধবার (৭ জুন) দুপুর ২টার দিকে এ বৃষ্টি শুরু হয়।

জেলার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, বিকাল ৩টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের গতিবেগ ০৪ নটস এবং বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ২ মিলিমিটার।

রুমেল নামের এক ইজিবাইক চালক বলেন, “দিনাজপুরে প্রচুর গরম। এই বৃষ্টিতে গরম একটু কমেছে।”

মাজিদুর ইসলাম নামের এক মুদি ব্যবসায়ী বলেন, “ভাই কারেন্ট তো নাই। আবার প্রচুর গরম। বৃষ্টি হওয়ায় একটু শান্তি লাগছে।”

জেলার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, “বর্তমানে দিনাজপুরের তীব্র তাপদাহ চলছে। বুধবার দুপুরে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১২ জুনের পর দিনাজপুরে বৃষ্টির সম্ভবনা রয়েছে।”   

Link copied!