• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

ব্রিজের নিচে ভাসছিল অর্ধগলিত মরদেহ


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৬:৫২ পিএম
ব্রিজের নিচে ভাসছিল অর্ধগলিত মরদেহ

নাটোরের দিঘাপাতিয়া ভাটপাড়া মন্দিরের পাশে বগুড়া মহাসড়কের ব্রীজের নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে শহরের ভাটোদ্বারা ব্রীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে স্থানীয় কয়েকজন শ্রমিক নাটোরের দিঘাপাতিয়া ভাটপাড়া মন্দিরের পাশে নাটোর বগুড়া মহাসড়কের ব্রীজের ব্রীজের পাশে মহাসড়কে কাজ করছিল। এ সময় ব্রীজের নিচে পানিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মরদেহটির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করছে বলেও জানান আবুল কালাম।

Link copied!