• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল নানি-নাতির


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৭:৪৬ পিএম
পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল নানি-নাতির

নড়াইলের লোহাগড়ায় পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানি-নাতির মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়ার শালনগর ইউনিয়নের বাতাসি গ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নানি ওই এলাকার মৃত সরোয়ার খাঁনের স্ত্রী হিঙ্গুল বেগম (৭০) ও তার নাতি লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের জিহাদ (৬)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেখপাড়া বাতাসি গ্রামে হিঙ্গুল বেগম ও তার নাতি প্রতিবেশী রুবায়েৎ খাঁনের পুকুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত উভয়ই পানিতে ডুবে মারা যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা ওই পুকুরে দুইজনের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে শালনগর ইউপি চেয়ারম্যান মো. লাবু মিয়া জানান, বাতাসি গ্রামের শেখপাড়ায় পানিতে ডুবে নানি-নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!