• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

গরিবের জন্য সরকারের বরাদ্দ চাল মিলল বাঁশঝাড়ে


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০২:৫৩ পিএম
গরিবের জন্য সরকারের বরাদ্দ চাল মিলল বাঁশঝাড়ে

নীলফামারীর সৈয়দপুরে বাঁশঝাড়ের মাটি খুঁড়ে ভারনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) প্রকল্পের পাঁচ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের কিসামত খাদিখোল এলাকা থেকে এ সব চাল জব্দ করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার থেকে বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সরকারি চাল দুস্থদের না দিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সৈয়দপুর থানা পুলিশ এসে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল জব্দ করেন।

স্থানীয়দের অভিযোগ, ওই চাল ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুনের। তিনি আত্মসাতের উদ্দেশ্যে ওই চাল লুকিয়ে রেখেছিলেন।

তবে চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন। তিনি বলেন, “আমরা সঠিকভাবে আগেই স্লিপ বিতরণ করেছি। সেই অনুযায়ী চালগুলো বিতরণ করা হয়েছে। হয়তো দুস্থরাই এগুলো রেখেছেন।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই এলাকা থেকে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল জব্দ করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!