• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ভারতে পাচার করা হচ্ছিল কোটি টাকার সোনার বার


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ০৮:৫৩ পিএম
ভারতে পাচার করা হচ্ছিল কোটি টাকার সোনার বার

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে নয়টি সোনার বারসহ আমজাদ হোসেন খোকন (৫০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার (৩ এপ্রিল) সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আমজাদ হোসেন খোকন কালিয়ানী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনার পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকায় কৌশলে অবস্থান করে। এসময় আমজাদ হোসেন খোকন মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে বিজিবি তাকে আটক করে। পরবর্তীতে আটক ব্যক্তির দেহতল্লাশি করে কোমরের ডান পার্শ্বে লুঙ্গির ভাঁজে বিশেষভাবে লুকিয়ে রাখা নয়টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৪৪ গ্রাম এবং মূল্য প্রায় ১ কোটি ২ লাখ ১০ হাজার ৩২০ টাকা।  

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করার আগে সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
 

Link copied!