নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে চাকরিজীবি এক নারীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হোসেন (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলার কবিরহাট উপজেলার নলুয়া ভূঁইয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ হোসেন উপজেলার বজরা ইউনিয়নের বজরা গ্রামের রেহান উদ্দিন কেরানী বাড়ির আব্দুল গফুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১-এর সিপিসি-৩-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান বলেন, ভিকটিম একজন চাকরিজীবী। দুই বছর আগে ভুক্তভোগী তরুণীর সঙ্গে মোহাম্মদ হোসেনের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে মোহাম্মদ হোসেন ওই তরুণকে নিজ বাড়িতে যেকে নেন। তরুণী সেখানে গেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন মোহাম্মদ হোসেন। এ ঘটনার পর তরুণী সোনাইমুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে র্যাব তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে।