• ঢাকা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২, ১৬ সফর ১৪৪৬

নারায়ণগঞ্জে গাউছিয়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ১০:৪৯ এএম
নারায়ণগঞ্জে গাউছিয়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রোববার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রোববার সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, “খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের মোট চারটি স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

ফখরুদ্দিন বলেন, “প্রাথমিকভাবে সূত্রপাত জানা যায়নি। পরে বিস্তারিত জানাতে পারব।”

স্থানীয়দের সূত্রে জানা যায়, মার্কেটটিতে কেমিক্যাল দোকান ছিল। এছাড়াও অকটেনের দোকান ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। গাউছিয়া কাঁচা বাজারের পাশেই রয়েছে একটি কাপড়ের মার্কেট। ঈদকে কেন্দ্র করে মার্কেটটিতে অনেক কাপড় মজুত করা হয়। সৌভাগ্যক্রমে সেই মার্কেটটিতে আগুন লাগেনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!